৫৭৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিলো দক্ষিণ আফ্রিকা। এতো বড় রানের বিপরীতে খেলতে নেমে মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
বুধবার (৩০ অক্টোবর) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খালি হাতে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এরপর তিনে ব্যাট করতে আসেন জাকির হাসান। এই টপ অর্ডার এই ব্যাটারও ৮ বলে ২ রান করে আউট হন।
মিপুরে তুলনামূলক ভালো রান করা মাহমুদুল হাসান জয়ও হন ব্যর্থ। ২১ বলে ১০ রান করে ডেন প্যাটারসনের বলে মার্করামের হাতে ক্যাচ এই ওপেনার। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর ‘নাইটওয়াচম্যান’ হিসেবে এসেছিলেন পেসার হাসান মাহমুদ। তিনিও স্পিনার কেশব মহারাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন হাসান। তাতে ৩২ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। দিনের বাকি সময়টা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক মিলে কাটিয়ে দেন।