খেলাধুলা

সাইফউদ্দিনের অলরাউন্ডিং নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে আরব আমিরাতকে ১৮ রানে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচটি আলোকস্বল্পতার কারণে ডিএলএস মেথড অনুসরণ করে বাংলাদেশকে জয়ী ঘোষণা করে।

মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ডিং নৈপুণ্য দেখা গেছে এই ম্যাচে। ব্যাট হাতে করেছেন ৩৬ রান, বল হাতে নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জিসান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। যেখানে ১১ বলে ৩১ রানের ইনিংস খেলে ফিরেছেন মামুন।

পরের ব্যাটার হিসেবে সাইফউদ্দিন মাঠে আসেন, তিনি ক্রিজে নেমেই দারুণ সব শটে বাউন্ডারি ছাড়া করতে থাকেন প্রতিপক্ষের ডেলিভারি। তার ব্যাট থেকে ৯ বলে ৩৬ রান আসে। অন্যদিকে জিসান অপরাজিত ছিলেন ১৭ বলে ৩৪ রান করে।

১১২ রানের জবাবে ব্যাট করতে নামে আরব আমিরাত। প্রথম ওভারেই ২ উইকেট তুলেন নেন সাইফউদ্দিন। পরের ওভারে আবু হায়দার রনি কেবল ৭ রান খরচ করেন। তবে তৃতীয় ওভারে এসে শাঞ্চিত শর্মার কাছে ৪ টি ছক্কা হজম করেন আব্দুল্লাহ আল মামুন, তাতে ২৮ রান খরচ করেন এই বোলার- সাথে শাঞ্চিতের উইকেট সংগ্রহ করেন।

.২ ওভারের মাথায় ৩ উইকেট হারিয়ে ৪৩ রানে অবস্থান করছিল আরব আমিরাত। এরপর আলোক স্বল্পতার কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। এতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

রবিবার (৩ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আরব আমিরাত | হংকং | সেমিফাইনাল