বিনোদন

৫৯-এ শাহরুখ খান, মান্নাতের সামনে জনসমুদ্র!

বিনোদন প্রতিবেদন

৫৯ তে পা দিয়েও ২৫ এর তারুণ্যে ভরপুর এক প্রাণ! তবে অভিনয়ের সঙ্গে বলিউড বাদশাহ শাহরুখ খানের বসবাস ৩২ বছর। ক্রমেই তিনি হয়ে উঠেছেন বলিউডের বটবৃক্ষ। তাকে বলা হয় বলিউডের শেষ সুপারস্টার! তাই বাদশাহ শাহরুখ খানের ৫৯তম জন্মবার্ষিকী ঘিরে বাদশাহি আয়োজন করা হয়েছে। তার জন্মদিন মানেই ভক্ত অনুরাগীদের এক অন্যরকম উন্মাদনা।

প্রতিবছরের মতো শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানাতে মান্নাতের সামনে উপচে পড়ে অনুরাগীদের ভিড়। কারো হাতে ছিল পোস্টার, কেউ আবার কেক ও উপহার নিয়ে এসেছিলেন। অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছা গ্রহণ করতে তাদের কাছাকাছি এসেছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীদের কড়াকড়িও ছিল মান্নাতের বাইরে। তবে ভক্তদের নিরাশ করেননি শাহরুখ খান। প্রতিবারের মতো এবারও ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন।

শাহরুখের জন্মদিনে তার বাসভবন মান্নাত সেজে উঠে আলোর রোশনাইয়ে। রাতে আয়োজিত গ্রান্ড পার্টির যাবতীয় দায়িত্ব নিজ কাধেঁ তুলে নিয়েছেন তার স্ত্রী গৌরী খান। এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা দ্য কিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। পার্টিতে উপস্থিত হবেন বলিউড ও হলিউডের নামীদামী তারকারা।

আগে থেকেই জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ থিম সেট করেছেন গৌরী। অথিতিদের কেউ কেউ শাহরুখের জনপ্রিয় কিছু সিনেমার চরিত্রের সাজে সাজবেন। এছাড়া বাবার জন্মদিন আরও বিশেষ করতে পারফর্ম করবেন ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা খান। সব মিলিয়ে রাজকীয়ভাবেই পালিত হচ্ছে শাহরুখের ৫৯ তম জন্মদিন।

বর্ণিল ক্যারিয়ারে দিওয়ানা, বাজিগর, পারদেশ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ভির জারা, কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো, দেবদাসের মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। স্বীকৃতি স্বরূপ ১৪ বার ফিল্ম ফেয়ার পুরস্কার, ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ। তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। দুহাত মেলে কোটি ভক্তকে বুকে টেনে নেওয়া ভালোবাসার এক ম্যাজিকের নাম শাহরুখ খান।

চলতি বছর ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পারদো আল্লা ক্যারিয়েরা পেয়েছেন শাহরুখ খান। সেখানে  এসআরকে অকপটে জানিয়েছিলেন তাঁর শেষ ইচ্ছার কথা। বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কোনো দৃশ্য শেষ হয়ে যাওয়ার পর পরিচালক যখন কাট বলবেন, অথচ আমার চোখ খুলবে না। আদতে শাহরুখ বোঝাতে চেয়েছেন মানুষকে বিনোদন দিতে পারলেই আনন্দ পান তিনি। সে কারণে তিনি চান সেটেই যেন তাঁর মৃত্যু ঘটে । তবে তাঁর কোটি ভক্তের প্রত্যাশা এভাবেই বহুবছর বিনোদন দিয়ে যান কিং অফ রোমান্স শাহরুখ খান।

এসআই/ 

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউড বাদশাহ | শাহরুখ | জন্মবার্ষিকী