ক্রিকেট

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া শত কোটি হিন্দুর জয় : বিজেপি নেতা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য জয় বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম

শনিবার (০৩ জানুয়ারি) বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ খবর প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেন সঙ্গীত সোম তিনি বলেন, ভারতের ১০০ কোটি সনাতনির কথা ভেবে সিদ্ধান্ত নেয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ এটা গোটা দেশের হিন্দুদের জয়। 

এর আগে মোস্তাফিজকে দলে নেয়ায় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছিলেন সঙ্গীত সোমসহ একাধিক রাজনৈতিক ও ধর্মীয় নেতা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করেই মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়

উল্লেখ্য, আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মোস্তাফিজুর রহমান #সঙ্গীত সোম #আইপিএল #শত কোটি হিন্দুর জয়