বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর নিয়ে নানা পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। সেই পরিকল্পনার কিছু কিছু প্রকাশ পাচ্ছে বিসিবি সংশ্লিষ্টদের মন্তব্য থেকে।
এবারের বিপিএল সাজানো হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শে। ফলে পুরোনো অনেক কিছু ঠেলে নতুনত্ব দেখা যেতে পারে বেশ কিছু জায়গায়। যার রেশ ধরে বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম জানালেন নতুন খবর।
সোমবার (৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমূল আবেদীন।
গতকাল, রোববার ক্রিকেট বোর্ড কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে মূলত বিপিএল ঘিরে পরিকল্পনার ছক কষা হয়েছে। নাজমূল আবেদীন ফাহিমের ভাষ্যমতে, 'কীভাবে এটাকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে পরিণত করা যায়, কীভাবে এটাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা যায়, কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কেমন, বাংলাদেশের সমাজটা কেমন, বাংলাদেশের খাওয়া কেমন…এ জিনিসটা যেন সবাই দেখে। শুধু বিপিএল নয়, বাংলাদেশও একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে এই বিপিএলের পর।'
তারকা ক্রিকেটার, ফুটবলার বা হলিউড অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যেতে পারে আসন্ন বিপিএলে। এখন পর্যন্ত অন্তত বিপিএল ঘিরে এমন পরিকল্পনাই রয়েছে বিসিবির।
বিসিবি পরিচালক ফাহিম জানান, 'আমাদের প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে।'
মাঠের বাইরেও বিপিএলের ব্যাপ্তি ছড়িয়ে দেয়ার চেষ্টা করবে ক্রিকেট বোর্ড। দেশের বিভিন্ন স্থানে ইয়ুথ ফেস্টিভ্যালের পরিকল্পনা করা হয়েছে। সেখানে তারুণ্যের উদ্দীপনাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন আয়োজন থাকবে বলে জানা গেছে।
এম এইচ//