বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে টাইটেল স্পনসর হিসেবে থাকবে ডাচ বাংলা ব্যাংক। জানা যায়, গতবারের মতো একইদামে বিক্রি হয়েছে বিপিএলের এবারের স্পনসরশিপ।
বুধবার (৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি উন্মোচন করা হয় বিপিএলের লোগো।
বিপিএলের স্পনসরশিপ কত টাকায় বিক্রি হয়েছে, তা অবশ্য আনুষ্ঠানিকভাবে বলার নিয়ম নেই। তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সাড়ে পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছে এবারের বিপিএলের টাইটেল স্পনসর। গত বিপিএলেও এই দামেই বিক্রি হয়েছে স্পনসর। সেক্ষেত্রে বলা যায় এদিক থেকে বিপিএলের দাম বাড়েনি, বরং আগের মতোই রয়েছে।
বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম, ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে অভিনেতা আফজাল হোসেন ও ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইমপ্রেস-মাত্রা বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডারের দায়িত্ব পালন করে আসছে।
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে আসন্ন বিপিএল। এবারের আয়োজনে পরিবর্তন ও নতুনত্ব আনতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এম এইচ//