বিনোদন

অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

অপু বিশ্বাস ও হিরো আলম ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ আরও একজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। গেলো ২৪ অক্টোবর প্রযোজক সিমি ইসলাম তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হ্যাকিং এবং ভিডিও কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।

সিমি দাবি করেছেন, চ্যানেলটি হ্যাক করেন অপু বিশ্বাস ও তার সহযোগী জাহিদুল ইসলাম। চ্যানেলটি ফেরত না পাওয়ায় সিমি প্রথমে পুলিশের কাছে সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে সমাধানের জন্য চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির দ্বারস্থ হন।

সিমি জানান, প্রথমে হিরো আলম মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন এবং চ্যানেল ফেরত দেয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে  যেটা শেষ পর্যন্ত ৫ লাখ টাকায় সমঝোতা হয়।

চ্যানেল ফেরত পেলেও দেখা যায়, সমস্ত ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। সিমি বিষয়টি অপু ও হিরো আলমের নজরে আনলেও তারা কালক্ষেপণ করতে থাকেন এবং সমাধানের কোনো পদক্ষেপ নেননি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন, যেখানে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তেজগাঁও থানাকে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

সিমি ইসলাম তাঁর প্রযোজিত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখ করেন, ‘অপরাধী বাদশা’, ‘মাই নেম ইজ সিমি’, এবং ‘নারী শক্তি’-সহ আরও কিছু চলমান প্রজেক্ট। তাঁর দাবি, এই চ্যানেলটি তাঁর ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এই হ্যাকিংয়ের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

এই ঘটনায় সিমি বলেন, অপুর কাছে বহুবার গিয়েও কোনো লাভ হয়নি। এমনকি প্রযোজক সমিতির খোরশেদ আলম খসরু ভাইও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে হিরো আলম বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে টাকা নেন, কিন্তু তাতেও সমাধান মেলেনি।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন মামলা