খেলাধুলা

দুই অর্ধশত জুটির পর আবারও বিপাকে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল খেলছে ২৩৬ রানের লক্ষ্যে। আফগানরা শুরুতে বিপর্যয়ে পড়লেও ঠিকই লড়াই করার মতো সংগ্রহ তোলে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং যথেষ্ট ইতিবাচক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ ৩২ ওভার যখন চলছে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রানে অবস্থান করছে।

শুরুতে উইকেট হারানোতে কিছুটা চাপ ছিল টাইগারদের জন্য। ওপেনার তানজিদ হাসান তামিমকে দলীয় ১২ রানের মাথায় বোল্ড করে দেন আল্লাহ গজনফর। মাত্র ৩ রানে ফেরা তানজিদের পর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন।

তাদের ৫৩ রানের জুটিতে বাংলাদেশের সাহস এগিয়ে যায় অনেকখানি। এরপর সৌম্য ফিরে যান ৩৩ (৪৫) রান করে। আজমতউল্লাহ ওমরজাই এর শিকার হওয়ার আগে ৬ বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার।

এবার শান্ত’র সঙ্গে জুটিতে আসেন চার নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ। মিরাজ ও শান্ত মিলে এবার দলকে আস্তে আস্তে লক্ষ্যের দিকে নিতে থাকেন। ব্যক্তিগত ৪৭ (৬৮) রানের মাথায় মোহাম্মদ নবীর ডেলিভারিতে ফিরে যান অধিনায়ক শান্ত।

শান্ত ফেরার পর আর দলের খাতায় আর দশ রান যোগ হতেই ফিরেছেন মিরাজ। গজনফরের শিকার হয়ে ২৮ (৫১) রানে বিদায় নেন এই ব্যাটার।

নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে রশিদ খানের গুগলির কাছে টিকতে পারেননি, ফিরেছেন ২ রান করেই। 

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আফগানিস্তান