খেলাধুলা

মুশফিককে নিয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। বেহাল দশায় পূর্ণ এই ম্যাচ শেষে এক দুঃসংবাদ পেতে হয়েছে টাইগার শিবিরে। দলের ব্যাটিংয়ে ভরসা রাখেন যে মুশফিকুর রহিম, তিনি আঙুলে চোট পেয়েছেন। এর ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হচ্ছে না এই ব্যাটারের। 

গতকাল (৬ নভেম্বর) বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে কিছু পরিবর্তন দেখা গেছে। মেহেদী হাসান মিরাজকে চার নম্বরে ব্যাট করতে দেখা গেছে। তবে মুশফিককে কেনো পাঁচ নম্বরেও দেখা যায়নি- তা নিয়ে দর্শকদের কিছুটা খটকা বোধহয় লেগেছিল।

জানা যায়, আফগানিস্তান ইনিংসের শেষ দিকে উইকেটরক্ষকের দায়িত্বে থাকা মুশফিক বাঁ হাতের আঙুলে চোট পান। এরপর প্রাথমিক চিকিৎসা শেষ করে ব্যাটিংয়ে নামতে সময় লেগেছে।

এই চোটের কারণে শনিবার (৯ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলা হচ্ছে না মুশফিকের। চোটের পরীক্ষায় দেখা গেছে, আঙুলে চিড় বা ফাটল ধরেছে তার। পরীক্ষা বাকি আছে আরও কিছু।

এর আগে পাকিস্তান সফরে কাঁধের চোটে ভুগেছেন মুশফিক। ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে বিশেষ ব্যবস্থা নিয়েই খেলতে হয়েছে তার।

এম এইচ//  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিকুর রহিম