যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নির্বাচনী প্রচারণায় বড় ভূমিকা রাখা ৬৭ বছর বয়সী সুসি ওয়াইলসকে প্রথম নারী চিফ অফ স্টাফ হিসবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার (৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
ট্রাম্প বলেন, সুসি ওয়াইলস অত্যন্ত মেধাবী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তার ওপর পূর্ণ আস্থা রয়েছে যে তিনি দেশকে গৌরবান্বিত করবেন।
সুসি ওয়াইলস একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। ফ্লোরিডা-ভিত্তিক এই কৌশলবিদ এর আগে রোনাল্ড রেগানের প্রচারণায় কাজ করেছেন এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নির্বাচনী প্রচারণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ট্রাম্পের ২০১৬ এবং ২০২০ সালের প্রচারণায়ও তিনি জড়িত ছিলেন। তার সঙ্গে থাকা ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস লাসিভিটা এবং অন্যান্য প্রার্থীদের চেয়ে শৃঙ্খলাপূর্ণ প্রচারণা পরিচালনার জন্য কৃতিত্ব পেয়েছেন তারা।
সাবেক প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি এবং সাবেক ঘরোয়া নীতিবিষয়ক পরিচালক ব্রুক রলিন্স চিফ অব স্টাফ পদে বিবেচিত ছিলেন, তবে ট্রাম্পের চূড়ান্ত পছন্দ হিসেবে সুসি ওয়াইলস নির্বাচিত হন। ট্রাম্পের মঞ্চে ওয়াইলস প্রায়শই পিছনে থাকলেও, তিনি তার কাজের মাধ্যমে আস্থা অর্জন করেছেন।
এছাড়াও, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিক এবং সেক্রেটারি অব স্টেট পদে রিচার্ড গ্রেনেল এবং বিল হ্যাগার্টির মতো কয়েকজন নেতৃস্থানীয় প্রার্থীকে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের প্রশাসনে তাদের নিয়োগের ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি।
জেডএস/