খেলাধুলা

জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর যা বললেন সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। আজ, শুক্রবার (৮ নভেম্বর) বিসিবি থেকে প্রকাশিত একটি ভিডিওতে কথা বলেছেন সালাহউদ্দিন। 

কোচ হওয়ার পেছনে কী ধরনের চিন্তা কাজ করেছে, নতুন দায়িত্বের চ্যালেঞ্জ- এমন অনেক বিষয় নিয়েই কথা বলেছেন এই বাংলাদেশি কোচ।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের ভূমিকার কথা আলাদাভাবে জানিয়েছেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'বেশ কিছুদিন ধরেই আসলে কথা হচ্ছিল। আমার এই কাজটা করার পেছনে ফারুক ভাইয়ের অবদান অনেক বেশি। তিনি আমাকে অনেকবার ডেকেছেন, কথা বলেছেন, বুঝিয়েছেন যেন, কেন আমাদের স্থানীয় কোচদের দরকার বাংলাদেশ দলে।' 

সালাহউদ্দিন জানান, 'আমারও যে ইচ্ছে ছিল না, তা নয়। তবে অনেক কারণেই আসতে পারছিলাম না। আমার মনে হয়েছে, এখনই হয়তো সেরা সময়, যেটা দিয়ে বাংলাদেশকে আবারও হয়তো সার্ভিস দিতে পারব।'

দেশি কোচদের পথ দেখানোর প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে এই কোচ জানান, 'অনেক দিন ধরেই শুনছি বোর্ড দেশি কোচদের একটা প্ল্যাটফর্ম করে দেবে। সেই জায়গায় আমি যদি পথটা দেখাতে পারি, সেটা যত দিনের জন্যই হোক, আমার দেশি কোচরাও হয়তো ভালো করবে। পরবর্তী সময়ে যে সব দেশি কোচ আসবে বোর্ডের বিশ্বাস বাড়বে, মানুষের বিশ্বাস বাড়বে, জনগণের বিশ্বাস বাড়বে। সেই সঙ্গে কোচের নিজেরও বিশ্বাস বাড়বে যে আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি।' 

বাংলাদেশ দল এখন আফগানিস্তানে অবস্থান করছে। সালাহউদ্দিন দেশে থাকা ক্রিকেটারদের নিয়েই ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মোহাম্মদ সালাহউদ্দিন | বিসিবি