ব্যালন ডি’অর পুরস্কারের সকল আনুষ্ঠানিকতা গত ২৮ অক্টোবর শেষ হয়েছে। স্পেন ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এই পুরস্কার। যেখানে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ছিলেন আরও এক জোরালো দাবিদার। ফুটবল অঙ্গনে ব্যালন ডি’অর ঘোষণার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হয়ে গেছে।
পুরস্কার ঘোষণার দুই সপ্তাহ পর ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা যায়, রদ্রির চেয়ে মাত্র ৪১ পয়েন্ট কম পেয়ে পরাজিত হয়েছেন ভিনিসিয়াস।
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস পেয়েছিলেন ১১২৯ পয়েন্ট, অন্যদিকে রদ্রির পকেটে ছিল ১১৭০ পয়েন্ট।
প্যারিসের থিয়েটার দ্য শাতলেতে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে রিয়াল মাদ্রিদ। যখন জানা যায় বিজয়ী হিসেবে ভিনিসিয়াসের নাম নেই, সেখানে মূলত রদ্রির নাম। অনুষ্ঠান শুরুর বেশ খানিকটা আগেই খবর প্রকাশিত হয়ে যাওয়ায় মাদ্রিদ থেকে কেউ সেখানে যোগ দেয়নি।
রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন। আর স্পেনের হয়ে ২০২৪ ইউরো জিতেছেন তিনি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছিলেন।
রদ্রি ও ভিনিসিয়াসের পর তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহাম পেয়েছেন ৯১৭ ভোট। এছাড়াও দানি কারভাহাল ৫৫০ ভোট, আর্লিং হালান্ড ৪৩২ ভোট, কিলিয়ান এমবাপ্পে ৪২০ ভোট, লাউতারো মার্তিনেজ ৪০২ ভোট, লামিনে ইয়ামাল ৩৮৩ ভোট, টনি ক্রুস ২৯১ ভোট, হ্যারি কেইন ২০১ ভোট পেয়েছেন।
এম এইচ//