যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ফোনালাপকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।
সোমবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিলো, ট্রাম্প পুতিনের সঙ্গে গত বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। এ সময় তিনি পুতিনকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে বলেন।
ওয়াশিংটন পোস্টের সেই প্রতিবেদনকে নাকচ করে সোমবার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। তিনি দাবি করেন, পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর এই ধরনের খবর “সম্পূর্ণ অসত্য এবং কাল্পনিক।
জেডএস/