ইউটিউব এবার প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণে নিয়ে আসছে নতুন সুবিধা। ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে গুগল এবার অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে প্লেব্যাক স্পিড কন্ট্রোলের নতুন ডিজাইন আনতে কাজ করছে।
বর্তমানে, ইউটিউবের প্লেব্যাক স্পিড পরিবর্তন করতে হলে উল্লম্ব একটি মেনুতে বিভিন্ন অপশন দেখা যায়, যেখানে গতি ০.২৫ থেকে ২ গুণ পর্যন্ত পরিবর্তন করা যায়। কিন্তু নতুন ডিজাইনে প্লেব্যাক কন্ট্রোলটি থাকবে স্ক্রিনের নিচের দিকে, যেখানে পাঁচটি প্রিসেট স্পিড অপশন দেখা যাবে ০.২৫, ১.০ (সাধারণ), ১.২৫, ১.৫ এবং ২ গুণ।
এছাড়া নতুন এই ডিজাইনে যোগ করা হয়েছে একটি স্লাইডার। স্লাইডারটি সামনে-পেছনে সরিয়ে অথবা ‘প্লাস’ ও ‘মাইনাস’ বোতামে ক্লিক করে সহজেই গতি পরিবর্তন করা যাবে। স্লাইডারটি ব্যবহার করে গতি বাড়াতে বা কমাতে পারবেন ০.৫ গুণ করে, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও কাস্টমাইজড করবে।
গুগলের লক্ষ্য, ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখার সময় আরও সুবিধাজনক ও সহজতর অভিজ্ঞতা তৈরি করা। তাই, ইউটিউবের নতুন এই স্পিড কন্ট্রোল ফিচার শিগগিরই সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।
জেডএস/