মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো হোয়াইট হাউজে একে অপরের সঙ্গে বৈঠকে বসেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তর নিয়ে আলাপ করতে গিয়ে উভয়ই বলেন, শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চান।
বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ছবি তোলা পর্বের মাধ্যমে বৈঠকটি শুরু হয়। যেখানে দুই নেতা ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল মুখে আগুনের শিখার সামনে বসেছিলেন। বাইডেন স্বাগত জানিয়ে বলেন, ‘ফিরে আসায় স্বাগতম’।
ট্রাম্প জবাবে বলেন, ‘রাজনীতি কঠিন, এটি সবসময় খুব ভালো জায়গা নয়, তবে আজ ভালো দিন। জো, এই স্মুথ ট্রানজিশনের জন্য আমি কৃতজ্ঞ’।
বৈঠকের শুরুতে বাইডেন ট্রাম্পকে জানান, তিনি এক স্মুথ ট্রানজিশনের জন্য আগ্রহী। তার দল ক্ষমতা হস্তান্তরের জন্য সম্পূর্ণ সহায়তা করবে।
ট্রাম্প ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা খুব স্মুথ হবে, যতটা স্মুথ হতে পারে’। এই কথোপকথন এবং তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল অসাধারণ।
এরপর বাইডেন এবং ট্রাম্প একটি গোপন মিটিংয়ে দুই ঘণ্টা ধরে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। হোয়াইট হাউজের তথ্যমতে, বিদেশনীতি থেকে শুরু করে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে তারা আলাপ করেন। তাদের আলোচনায় অংশ নেন দুই পক্ষের চিফ অব স্টাফ ট্রাম্পের সুজি ওয়াইলস এবং বাইডেনের জেফ জিয়েন্টসও।
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পরে বাইডেনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাননি। যা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবিরোধী পদক্ষেপ ছিল।
জেডএস/