রাজনীতি

মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে নিক্তিতে ওজন করে প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেয়া হবে। আমরা মায়েদের নিরাপত্তা নিশ্চিত করবো। কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। একহাতে ফ্যামিলি কার্ড, অন্যহাতে নারীদের গায়ে হাত একসাথে হতে পারে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুরের দারুসসালাম এলাকার ওয়াকআপ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, কারো হাতে বেকার ভাতা দিয়ে ইজ্জত হানি করতে চাই না। কাজ তুলে দিতে চাই। আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত।

শেরপুরে জামায়াত নেতা নিহতের বিষয়ে তিনি বলেন,  এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির