খেলাধুলা

দুই বছরের বেশি সময় পর শ্রীলঙ্কা দলে এমবুলদেনিয়া

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাঁহাতি স্পিনার লাসিথ এমবুলদেনিয়া দুই বছরের বেশি সময় পর দলে সুযোগ পেয়েছেন। দলে ফিরেছেন ফাস্ট বোলার কাসুন রাজিথা। এই দুই ক্রিকেটারের যুক্ত হওয়ার ফলে সবশেষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও স্পিনার জেফরি ভ্যান্ডারসে।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। সেই দলে সুযোগ হয়নি রাজিথার। এর আগে চলতি বছরের আগস্টে ইংল্যান্ড সফরের দলে থাকলেও, একাদশে জায়গা হয়নি তার। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিলেটের মাটিতে টেস্ট খেলেছেন রাজিথা, যেখানে তিনি ৮ উইকেট শিকার করেছেন।

অন্যদিকে, এমবুলদেনিয়া সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। সাধারণ ফর্ম থাকার কারণে ঘরের মাটিতে পাকিস্তান সিরিজের দলে রাখা হয়নি তাকে। ২০২৩-২৪ ন্যাশনাল সুপার লিগ ৪-দিনের টুর্নামেন্টে ১৭ উইকেট শিকার করেন এমবুলদেনিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি সদস্যরা অনুমেয়। সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে সিরিজ জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার জন্য।

 

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি

প্রথম টেস্ট- ডারবান- নভেম্বর ২৯ থেকে ৩ ডিসেম্বর

দ্বিতীয় টেস্ট- গেবেরহা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর

 

 

শ্রীলঙ্কা স্কোয়াড

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ কারুনারাত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, প্রবাথ জায়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এমবুলদেনিয়া, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | লাসিথ এমবুলদেনিয়া | স্কোয়াড | দল