রাফায়েল নাদালের টেনিস ক্যারিয়ার শেষ হলো! টেনিস নামক এই খেলার নাম শুনলে যাদের নাম মাথায় আসে, তাদের মধ্যে নাদাল ছিলেন অন্যতম। গত রাতে (১৯ নভেম্বর) ডেভিস কাপে নেদারল্যান্ডসের সাথে পরাজিত হয় স্পেন। আর এতেই পেশাদার টেনিসের যাত্রা শেষ হলো তার।
নাদালের টেনিস ক্যারিয়ার ২২ বছরের, জিতেছেন ২৩ টি গ্র্যান্ডস্লাম।
স্প্যানিশ এই তারকা টেনিস খেলোয়াড়ের আশা ‘ভালো মানুষ’ হিসেবে লোকে তাকে মনে রাখবে। তিনি বলেন, ‘আমি চাই লোকে আমাকে বেশি মনে রাখুক মায়োর্কার ছোট এক গ্রাম থেকে আসা একজন ভালো মানুষ হিসেবে।‘
তিনি যোগ করেন, ‘আমি চাই মানুষ আমাকে এভাবে মনে রাখবে, যে তার স্বপ্নকে ছাড়িয়ে গিয়েছিল। যে জীবন আমি কাটিয়েছি, তাতে বলা যায়- আমি খুব ভাগ্যবান ছিলাম। আর টেনিস খেলার ফলেই স্মরণীয় সব স্মৃতি জমেছে ঝুলিতে।‘
ডেভিস কাপে নিজের অভিষেক ম্যাচ হেরেছিলেন নাদাল। একই টুর্নামেন্টে শেষ ম্যাচটিও হেরেছেন, বিদায় নিয়েছে স্পেন। অবশ্য ডেভিস কাপে টানা ২৯ টি একক ম্যাচ জয় করে এরপরেই হারলেন নাদাল। এ প্রসঙ্গে বলতে গিয়ে কিছুটা রসিকতা করে তিনি বলেন, ‘এক দিক দিয়ে ভালোই হয়েছে। এটা আমার শেষ ম্যাচ ছিল। ডেভিস কাপে আমার প্রথম ম্যাচ হেরেছিলাম, শেষ ম্যাচেও হারলাম। এতে বৃত্তটা পূরণ হয়ে গেল।‘
নাদালের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার নিজের শেষ ম্যাচটি হেরেছিলেন। এদিক দিয়ে দুজনেই মিলে গেছেন। মালাগায় অনুষ্ঠিত ডেভিস কাপের ম্যাচের আগে নাদালকে উদ্দেশ্য করে দীর্ঘ এক চিঠি লিখেছিলেন ফেদেরার। সেখানে নাদালের শেষ ম্যাচকে কেন্দ্র করে নিজের আবেগ, ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তিনি।
এম এইচ//