সাকিব আল হাসান জাতীয় দলে কবে ফিরবেন?
দর্শক-সমর্থকদের এই প্রশ্নের জবাব মোটামুটি পাওয়া হয়ে গেছে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের মিরপুর টেস্ট খেলে অবসর নেয়ার ইচ্ছা ছিল সাকিবের। নিরাপত্তা শঙ্কায় তা পূরণ হয়নি। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না। এই অলরাউন্ডার নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও। তবে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে দেখা যাবে বলেই জানা যাচ্ছে।
আজ, বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। এর আগে ১০ দলের অধিনায়কের ‘প্রেস মিট’ আয়োজন হয় গতকাল (বুধবার)। সেখানে এক সাংবাদিক বাংলা টাইগার্স অধিনায়ক সাকিবকে প্রশ্ন করেন, তাকে কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।
সাকিব দ্রুত উত্তর দেন, ‘এই টুর্নামেন্টের পরেই।‘
এর মানে বোঝা যাচ্ছে, টি-টেন টুর্নামেন্ট শেষ হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন সাকিব। শুক্রবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলে আগামী ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
সাকিবের দলে থাকা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো তেমন কিছু জানা যায়নি। সাকিব এর আগে জানিয়েছেন, আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান।
এম এইচ//