ফিল হিউজের সম্মানে নানারকম আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খেলার মাঠে বলের আঘাত পাওয়ার প্রায় ৩ দিন পর মারা যান হিউজ। তার বিদায়ের ১০ বছর হতে যাচ্ছে এ বছর।
সিএ’র আয়োজনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে হিউজকে স্মরণ করবে অস্ট্রেলিয়া। ২৫ নভেম্বর ২০১৪ সালে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছিল সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার ম্যাচ। শন অ্যাবটের ডেলিভার করা একটি বাউন্সার ব্যাট করা হিউজের বাম কানের নিচে এসে লাগে। মাটিতে লুটিয়ে পড়া এই ক্রিকেটারকে এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর প্রায় ৩ দিন পর, ২৭ নভেম্বর পৃথিবী ছেড়ে বিদায় নেন হিউজ। সেদিন ৬৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত ছিলেন এই অজি ব্যাটার।
তার এই মৃত্যুর ১০ বছর হতে যাচ্ছে।
ফিল হিউজের এই মৃত্যুবার্ষিকী সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া অর্ধনমিত পতাকা উড়াবে, খেলোয়াড়দের দেখা যাবে কালো আর্মব্যান্ড পরতে। শনিবার (২৩ নভেম্বর) শেফিল্ড শিল্ড রাউন্ড হিউজকে স্মরণ করে দুই সপ্তাহব্যাপী নানা আয়োজন রাখবে। অ্যাডিলেইডে এদিন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে হিউজের একসময়ের দল সাউথ অস্ট্রেলিয়া। ম্যাচ অফিশিয়ালদের পরনেও থাকবে বিশেষ পোশাক।
হিউজের শৈশবের দল নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ার খেলা রয়েছে রবিবার থেকে। এই ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, যেখানে হিউজ আঘাতপ্রাপ্ত হন।
আন্তর্জাতিক ম্যাচ, চলমান অস্ট্রেলিয়া ও ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও হিউজকে নিয়ে আয়োজন থাকবে।
এম এইচ//