আর্কাইভ থেকে বাংলাদেশ

সমতল থেকে পাহাড় পর্যন্ত আমূল পরিবর্তন দৃশ্যমান- ওবায়দুল কাদের

সমতল থেকে পাহাড় পর্যন্ত আমূল পরিবর্তন দৃশ্যমান- ওবায়দুল কাদের

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমতল থেকে পাহাড়ে পর্যন্ত আমূল পরিবর্তন দৃশ্যমান। বলেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার (১০ অক্টোবর) দুপুরে মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, এই সেতুটির নির্মাণ কাজ চলাকালে তিনি বারবার ভিজিট করেছেন। মন্ত্রী বিশ্বাস করেন ভিজিট কাজের গতি বাড়ায় এবং কোয়ালিটি বাড়ায়। আর এ কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে সেতুর নির্মাণ কাজ চলাকালে তারা বারবার ভিজিট করেছেন। প্রধানমন্ত্রীর সাফল্যের মুকুটে আজ দুটি পালক সংযুক্ত হলো এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় তার নেতৃত্বে সমতল থেকে পাহাড়ে পর্যন্ত আমূল পরিবর্তন দৃশ্যমান।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী এই সেতুটির জন্য নাসিম ওসমানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কাজটি সম্পন্ন করেছেন। 

সেতু উদ্বোধনীর এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপান ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দেশের সরকারপ্রধানের পক্ষে সেতু দুইটি উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন সমতল | পাহাড় | পর্যন্ত | আমূল | পরিবর্তন | দৃশ্যমান | ওবায়দুল | কাদের