খেলাধুলা

অ্যান্টিগা টেস্ট

ফলো-অন এড়ানোতে স্বস্তি, বাংলাদেশ এখনো পিছিয়ে ১৮১ রানে

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৯ রান ৯ উইকেট হারিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সফরকারী দল এখনো পিছিয়ে আছে ১৮১ রান। ছোট ছোট জুটি টাইগারদের লক্ষ্যে বাড়তি মাত্রা যোগ করলেও, তা হয়েছে ক্ষণস্থায়ী। বাংলাদেশের ইনিংসে কেবল ছিল দুইটি ফিফটি।

আলোক স্বল্পতার কারণে আগে-ভাগে শেষ হয়ে যায় তৃতীয় দিনে। ক্রিজে ছিলেন তাসকিন আহমেদ ১১ রানে ও শরিফুল ইসলাম ৫ রানে। ২ উইকেট হারিয়ে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ।

শাহাদাত হসে দীপুর ফেরার পর লিটন দাস ও মুমিনুল হক ৬২ রানের জুটি গড়েন। মুমিনুল বিদায় নেন ৫০ রানে। লিটন ফিরেছেন ৪০ রান করে। মেহেদী হাসান মিরাজের ব্যাটে ২৩, তাইজুল ইসলামের ব্যাটে আসে ২৫ রান। তবে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেয়ে যান জাকের আলী অনিক।

জাকের ৬৩ বল খেলে ৫৩ রান করেন।

বাংলাদেশের ব্যাটাররা ফলো-অন এড়াতে পারবে কি না, সেই ঝুঁকিতে ছিল। তবে শেষ পর্যন্ত ফলো-অন এড়ানো গেছে। কিন্তু শেষ উইকেট জুটিতে এসে চতুর্থ দিনে খুব বেশি দূর যাওয়ার সুযোগ নেই বললেই চলে। 

উইন্ডিজ বোলারদের পক্ষে আলজারি জোসেফ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। জাস্টিন গ্রেইভস ও জেইডেন সিলস নিয়েছেন ২ টি করে উইকেট।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ