আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় লেবাননে আরও ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি হামলায় ধোঁয়া উড়ছে লেবাননের রাজধানী বৈরুতে ছবি: এএফপি

লেবাননে হামলা চলমান রেখেছে ইসরাইল। এসব হামলায় সবশেষ মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ৩১ জন নিহত হয়েছে। যখন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে, তখন এই হামলার ঘটনা ঘটলো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। যদিও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি বলে জানা যাচ্ছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) থেকে বিবৃতি, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় হারেত হরিক ও শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

গত বছর অক্টোবরে গাজায় ইসরাইলি বর্বরতা শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই সংঘাত যুদ্ধাবস্থায় রূপ নেয়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন লেবানন | ইসরাইল