বিশ্বের সবচেয়ে ধনী বা দামি ক্রিকেট লিগ শুরু করবে সৌদি আরব- এমন এক প্রতিবেদন প্রচারিত হয়েছিল। যে প্রতিবেদনের ভিত্তি নেই বলে জানিয়েছেন সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ।
সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলাম শেষে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান এসব কথা জানান।
তিনি বলেন, এটা (খবর) ঠিক নয়। আইপিএলে সৌদি আরব বিনিয়োগ করবে, এই ধরনের যে খবর প্রচারিত হয়েছে- সেসবও ঠিক নয় বলে জানিয়েছেন মিশাল আল সৌদ।
প্রচারিত প্রতিবেদন জানিয়েছিল, সৌদি সরকার ও দেশটির প্রভাবশালী শেখ’রা মিলে একটি ক্রিকেট লিগ আয়োজনের কথা ভাবছে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নেবে। সৌদি রিয়াল এরমধ্যে বিশ্বের বিভিন্ন খেলায় বিনিয়োগ করা হচ্ছে। ফুটবলেও অনেক বেশি মনোযোগ বাড়িয়েছে তারা।
আইসিসি সম্প্রতি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে। এমন অবস্থায় সৌদি আরবের ক্ষেত্রে আন্তর্জাতিক খেলোয়াড় সহযোগে লিগ আয়োজন করা বেশ কঠিন- যা সম্ভব নয় বললেই চলে।
এম এইচ//