অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দিনের খেলায় ব্যাটিং করতে এসে আঘাত পান শরীফুল। ফিজিও মাঠে ঢুকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি।
৩৮তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে শুরু করেন শরীফুল ও তাসকিনরা। শরীফুল রিটায়ার্ড হার্ট হওয়ায় ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে ৩৩৪ রানের বিপরীতে ২০১ রানে হারল বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার জ্যামাইকায় শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
শুক্রবার (২২ নভেম্বর) শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান সংগ্রহ করে ওয়েস্টইন্ডিজ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১৫২ রানে অলআউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। জবাব দিতে নেমে টাইগাররা ১৩২ রানে থামলে ২০১ রানের জয় ওয়েস্ট ইন্ডিজ।