বাংলাদেশের জন্য রেকর্ডের দিন আজ! আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ তুলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে স্কোরবোর্ডে। সেই রানের জবাবে আয়ারল্যান্ড দল ব্যাট করে যাচ্ছে, যদিও তাদের অবস্থান খুব একটা ভালো নয় এখনো।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শারমিন সুপ্তার ইনিংস। সুপ্তা ছুঁতে পারতেন তিন অঙ্ক, কিন্তু তার আগেই ৯৬ (৮৯) রানে ফিরতে হয় তাকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন মিলে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলে স্কোরবোর্ডে। অবশ্য ওভারপ্রতি রানের হিসেবে তা ছিল খুবই শ্লথ।
৬১ বলে ৩৮ রান করে ফিরেছেন মুর্শিদা। ফারজানা ফিরেছেন ১১০ বল খেলে ৬১ রান করে। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে দলের খেলা এগিয়ে নিতে থাকেন, এতে রানের আগের গতি থেকেও দ্রুত হয়েছিল।
অবশ্য জ্যোতির শুরু ভালো হলেও, ফিরেছেন ২৮ বলে ২৮ রান করেই। এদিকে একপ্রান্ত সামলে দারুণভাবে এগিয়েছেন সুপ্তা। ফারজানা হকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ ছিল তার সামনে। তবে ৪৯তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের ডেলিভারিতে ১৪ টি চারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস শেষ হয়।
৫০তম ওভার শেষে অপরাজিত ছিলেন স্বর্ণা আক্তার ১৩ রানে ও সোবহানা মোস্তারি ৫ রানে।
এম এইচ//