খেলাধুলা

আইপিএলে দল পাননি, উর্বিল গড়লেন সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার উর্বিল প্যাটেলকে এখন স্মরণ না করে উপায় নেই। আইপিএলের মেগা নিলাম শেষ হলো সম্প্রতি। তিনি সেই নিলামের বাক্সতেও ছিলেন, কিন্তু ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।

উর্বিল প্যাটেল এবার নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। মাত্র ২৮ বল খেলে এই সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। সৈয়দ মুশতাল আলী ট্রফিতে আজ, বুধবার (২৭ নভেম্বর) এই কীর্তি গড়েন উর্বিল।

ত্রিপুরায় ১৫৬ রানের লক্ষ্যমাত্রা পেরোতে ১০.২ ওভার প্রয়োজন হয়েছে গুজরাটের। যেখানে গুজরাটের ব্যাটার উর্বিল অপরাজিত ছিলেন ৩৫ বলে ১১৩ রান নিয়ে। তার এই ইনিংসে ছিল ১২ টি ছক্কা, চার ছিল ৭ টি। এর আগে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল রিশাব পান্টের।

পান্টও উইকেটরক্ষক ব্যাটার, এই মুশতাক আলী ট্রফিতেই ২০১৮ সালে ৩২ বল খেলে সেঞ্চুরি করেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক সাহিল চৌহান। চৌহান ভারতীয় বংশোদ্ভূত হলেও খেলেন এস্তোনিয়ার হয়ে। চলতি বছরের জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন সাহিল।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন উর্বিল প্যাটেল | সৈয়দ মুশতাক আলী ট্রফি | সেঞ্চুরি