স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও ধানমন্ডি শাখা বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে ছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড় অবরোধ করে তারা।
শিক্ষার্থীদের দাবি, রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাস ধানমন্ডিতেই রাখতে হবে। তৈরি করতে হবে স্থায়ী ক্যাম্পাস।
এর আগে সকাল থেকে ধানমন্ডি ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় ছাত্রী ও অভিভাবকরা। তাদের দাবি, কোনো প্রকার নোটিশ ছাড়াই ক্যাম্পাস বন্ধ করার পাঁয়তারা করছে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়ছে ১ হাজার ৯০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন।
সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনন্যা চৈতী