আইরিশদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা।
আইরিশদের দেয়া ১৯৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে দলীয় ১৫ রানে ওপেনার মুর্শিদা খাতুন বিদায় নেন। আরেক ওপেনার ফারজানা হকের ব্যাটে ৮৯ বলে ৫০ রানের ইনিংস আসে।
তিনে নামা শারমিন আক্তার ৪৩ (৬৩) রানে বিদায় নেন। নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারী মিলে এরপর দলকে এগিয়ে নিতে থাকেন। লেগ বিফোরের শিকার হয়ে অবশ্য সোবহানা ১৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান।
একদিকে নিগার সুলতানা ব্যাট চালিয়ে যেতে থাকেন, তবে ৪০ (৩৯) রানের মাথায় বিদায় নেন তিনি। স্বর্ণা আক্তার শেষপর্যন্ত অপরাজিত ছিলেন। ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে ৪৪তম ওভার চলাকালে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্বর্ণা।
স্বর্ণা অপরাজিত ছিলেন ২৯ রানে, অন্যপ্রান্তে ফাহিমা ৪ রানে অপরাজিত ছিলেন।
আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে লরা ডেলানি ২ উইকেট শিকার করেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক অ্যামি হান্টার। ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যামির কাছ থেকে দারুণ ইনিংস খুঁজে নেয় আয়ারল্যান্ড। বাকি ব্যাটাররা অবশ্য তেমন সমর্থন যোগাতে পারেননি। এরমধ্যে অরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলানি ভালো চেষ্টা করেছেন। অ্যামি নিজে খেলেছেন ৬৮ (৮৮) রানের ইনিংস।
অরলা ও লরা দুজনেই রানআউটের শিকার হয়ে যথাক্রমে ৩৭ ও ৩৩ রানে বিদায় নেন। উনা রেমন্ড অপরাজিত ছিলেন ২১ (১৮) রানে। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ তোলে আয়ারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে বল হাতে সুলতানা খাতুন ২ উইকেট নিয়েছেন।
এম এইচ//