ঢাকার মিরপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত খলিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ মখলেচুর রহমান।
আসামিকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঘুমন্ত অবস্থায় পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর খলিল। পরে রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী। গত ১৬ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। এ মামলার বিচার প্রক্রিয়ায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
উম্মে রুম্মান