সবাইকে চমকে দিয়ে অভিনয় জগৎ থেকে অবসর নেয়ার ঘোষণা করেছেন টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি । মাত্র ৩৭ বছর বয়সে এমন সিদ্ধান্তে হতবাক তার ভক্তরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের পর তিনি অভিনয় ছেড়ে নতুন জীবন শুরু করবেন।
বিক্রান্ত লিখেছেন, 'গত কয়েক বছর আমার জন্য অসাধারণ ছিল। তবে একজন স্বামী, বাবা ও সন্তান হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে'। বর্তমানে তিনি ‘ইয়ার জিগরি’ এবং ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই দুটোই হবে তার শেষ ছবি।
তার এই ঘোষণার পর নেট দুনিয়ায় আলোড়ন পড়ে গেছে। কেউ তার সিদ্ধান্তকে সম্মান জানালেও, অনেকেই অনুরোধ করছেন মত বদলানোর।
কিছু সমালোচক মনে করছেন, চিত্রনির্মাতা বিধু বিনোদ চোপড়ার আসন্ন ছবি ‘জিরো সে রিস্টার্ট’ হয়তো তার নতুন জীবনের প্রতীক। আবার অন্যরা বলছেন, পরিবারের সুরক্ষার জন্যই হয়তো এই সিদ্ধান্ত। সম্প্রতি তার ছবি ‘দ্য সবরমতি রিপোর্ট’ নিয়ে হুমকি পেয়েছিলেন। যেখানে বাদ যাননি তার ১০ মাসের ছেলেও।
ছোট পর্দা থেকে শুরু করে ‘টুয়েলভথ ফেল’ এবং ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর মতো হিট ছবিতে কাজ করে বিক্রান্ত নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। ভক্তরা এখন তার ভবিষ্যৎ যাত্রার অপেক্ষায়।
জেডএস/