বিনোদন

দক্ষিণী ভারতের অভিনেত্রীর রহস্যময় মৃত্যু

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমা ও টিভি অভিনেত্রী সবিতা শিবন্নার ছবি: সংগৃহীত

মাত্র ৩০ বছর বয়সে ভারতের দক্ষিণী সিনেমা ও টিভি অভিনেত্রী সবিতা শিবন্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) ভারতের হায়দরাবাদের গাছিবোলি এলাকার নিজের ফ্ল্যাটে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্নাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানায়, সবিতার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।

সবিতা জনপ্রিয় কন্নড় ছবির একজন পরিচিত মুখ। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইরাডোন্ডলা মুরু,’ ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার,’ এবং ‘জ্যাকপট।’ এছাড়া তিনি ‘গালিপাতা,’ ‘মঙ্গলা গৌরী,’ ও ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালে অভিনয় করেছেন।

তার মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করেছেন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন সবিতা শিবন্না | দক্ষিণী সিনেমা ও টিভি অভিনেত্রী | ভারত | বলিউড