চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেনকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে।
শান্তর পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত দলে নেই সাকিবও। চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি তাওহিদ হৃদয়ের। প্রায় এক বছর পর দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন।
সেন্ট কিটসে সিরিজের তিনটি ওয়ানডে হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর।
বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।
এম এইচ//