আয়ারল্যান্ডকে তিন ম্যাচের তিনটি’তেই হারিয়ে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজ ছিল স্বাগতিকদের পক্ষে। শেষ ম্যাচেও সহজেই জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।
তৃতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের নারীরা।
মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারে জয় পায় বাংলাদেশ দল।
লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে পঞ্চম ওভারে ওপেনার মুর্শিদা খাতুনের বিদায় হয়। ১৬ বলে ৮ রান করে আউট হন তিনি। তবে পরের জুটিতে বাংলাদেশের ভিত্তি রচিত হয়। শারমিন আক্তার সুপ্তা ও আরেক ওপেনার ফারজানা হক মিলে ১৪৩ রানের জুটি গড়েন।
শারমিন ফিরেছেন ৮৮ বলে ৭২ রান করে। ফারজানার ব্যাটে ফিফটি এলেও, ম্যাচ শেষ করতে পারেননি।
শেষপর্যন্ত নিগার সুলতানা ও সোবহানা মোস্তারী মিলেই দলের জয় নিশ্চিত করেছেন। জ্যোতি ১৮ রান করে ও মোস্তারী ৭ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলের ৯ রান থাকতে ভাঙে জুটি। এরপর জুটি গড়ার চেষ্টা করেন অ্যামি হান্টার ও গ্যাবি লুইস। সেই জুটি ভেঙেছেন রাবেয়া খাতুন। হান্টার ২৩ রানে ফিরলেও, লুইসের ব্যাটে এসেছে ফিফটি।
শেষ পর্যন্ত ১৮৫ রানে থামে আইরিশদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে বল হাতে ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। দুইটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
এম এইচ//