প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো পাকিস্তান। মুলতানে আজ, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলে ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১৩৯ রান করে ৭ উইকেট হারিয়ে। যেখানে আরিফ হোসেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন।
পাকিস্তানি বোলারদের পক্ষে বাবর আলী ২ টি উইকেট শিকার করেছেন। মোহাম্মদ সালমান ও মতিউল্লাহ ১ টি করে উইকেট নিয়েছেন। তাদের বোলিংয়ে মূলত টাইগার ব্যাটাররা অনেকখানি চাপে পড়েছে।
১৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান। নিসার আলী ৭২ রানে অপরাজিত ছিলেন। যেখানে মোহাম্মদ সাফদার ৪৭ রানে ম্যাচ শেষ করে বের হয়েছেন। তাদের জুটিতেই ১১ ওভারেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।
২০১২ সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে প্রথমবার শিরোপা জিতলো পাকিস্তান। এর আগে অনুষ্ঠিত হওয়া ৩ টি বিশ্বকাপের প্রতিটি ভারত জিতেছে।
এম এইচ//