বাংলাদেশের হকি নতুন মাইলফলকে যুক্ত হলো। ওমানের মাসকটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অ-২১ দল। এতে বাংলাদেশের নিশ্চিত হয়েছে যুব বিশ্বকাপ। এমন ঘটনা বাংলাদেশের হকি ইতিহাসে প্রথম। এর আগে হকিতে কোনো প্রতিযোগিতায় বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ।
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। যেখানে এশিয়া থেকে ৭ টি দল অংশ নেবে। ভারত স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেতো, তবে তারা নিয়ম অনুযায়ী এরমধ্যে জায়গা তৈরি করে নিয়েছে। বাকি ৬ টি দেশ চলমান যুব এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।
থাইল্যান্ডের সঙ্গে আজকের (মঙ্গলবার) ম্যাচ জয়ের ফলে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণীতে থাকছে বাংলাদেশ। এর পরের ম্যাচ হারলেও ৬ষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে লাল-সবুজের দলের জন্য।
বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ হকিতে বি গ্রুপে অবস্থান করছে। যেখানে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারায় দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে পরাজিত হয়। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র হয়। আর আজ পঞ্চম ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের জন্য।
এম এইচ//