আন্তর্জাতিক

বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে এবার ভারতের লোকসভায় প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতার এ মন্তব্যের এক দিন যেতে না যেতেই, মঙ্গলবার তার দল তৃণমূল কংগ্রেস বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য ভারতের লোকসভায় একটি প্রস্তাব উপস্থাপন করেছে। প্রস্তাবটি উপস্থাপন করেছেন দলটির সংসদ সদস্য সুদীপ বন্দোপাধ্যায়। 

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।  

ভারতীয় লোকসভার জিরো আওয়ারে, দলটির সংসদ সদস্য সুদীপ বন্দোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে একটি বিবৃতি দাবি করে বলেন, মাননীয় স্পীকার, আমি একটি গুরুত্বপুর্ণ ইস্যু উত্থাপন করতে চাই। আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু ও হিন্দুরা নির্যাতিত ও হত্যার শিকার হচ্ছেন...। মাননীয় স্পীকার বাংলাদেশ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পাশেই অবস্থিত। আমি যেটা আবেদন জানাতে চাচ্ছি, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকার যেন জাতিসংঘের কাছে আবেদন করে।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী যেন লোকসভায় আসেন এবং বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। আমাদের মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিবে, পশ্চিমবঙ্গ সরকার তাতে সমর্থন করবে। আমরা একসাথে কাজ করতে চাই।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন শান্তিরক্ষী