আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএনপি দেশে সহিংসতা করলে আমরা শক্তি দিয়ে প্রতিহত করবো-পরশ

বিএনপি দেশে সহিংসতা করলে আমরা শক্তি দিয়ে প্রতিহত করবো-পরশ

বিএনপি আজ জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই তারা সহিংসতাকে বেচে নিয়েছে। তারা জনসম্পৃক্ততাকে হারিয়ে বিদেশীদের কাছে ধর্না দিয়ে পেছনের
দরজায় দিয়ে ক্ষমতায় আসতে চায়। বললেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি সহিংসতা করলে আমরা শক্তি দিয়ে প্রতিহত করবো। বিএনপি বিগত ২০১৪ সালে দেশের জনগনকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলো।

শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয়পায় তাই তারা বিদেশীদের কাছে ধর্ণা দেয়। জিয়া-এরশাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট। আর আমাদের ক্ষমতার উৎস জনগণ। বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয় পায়, তাই তারা বিদেশীদের কাছে ধর্ণা দেয়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর। আমাদের শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু বিএনপি। বিএনপি যদি সহিংসতা করে তাহলে আমরাও শক্তি প্রয়োগ করতে বাধ্য হবো। 

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু
জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজসহ প্রমূখ। সম্মেলনে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | দেশে | সহিংসতা | শক্তি | দিয়ে | প্রতিহত | করবোপরশ