জাতীয়

জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে : মিজানুর রহমান আজহারী

বায়ান্ন প্রতিবেদন

শিক্ষার মাধ্যমে জাতির উন্নতি ঘটানো—এটা যে একটি স্বপ্নের মতো, এমনকি একটি মহান লক্ষ্য হয়ে দাঁড়ায়, সেটাই প্রমাণ করলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর ) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি জানিয়েছেন, একটি নতুন ধারার শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চান আজহারী। যার উদ্দেশ্য হবে জাতির উন্নতি এবং মানবতার কল্যাণে কাজ করা।

এই প্রতিষ্ঠানটি হবে এমন একটি জায়গা, যেখানে ইসলামি মূল্যবোধে পরিপূর্ণ, দক্ষ এবং সৃজনশীল শিক্ষা দেয়া হবে। এখানকার শিক্ষার্থীদের সমন্বয়ে একটি নতুন প্রজন্ম গড়ে তোলা হবে। যারা দেশ এবং সমাজের জন্য কাজ করবে।

মাওলানা আজহারী তার পরিকল্পনাটিকে "Project Alpha" নামে আখ্যা দিয়েছন। এটি বাস্তবায়নের জন্য একটি টিম গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, "আমরা চাই একটি গ্রাউন্ডব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখান থেকে জাতিকে লিড দেয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্নপ্রকাশ করবে। ইসলামী মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যানে কাজ করবে" তিনি বিশ্বাস করেন, এর মাধ্যমে দেশের তরুণ সমাজে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

পাঠকদের জন্য আজহারীর পোস্টটি হুবুহু তুলে ধরা হলো:

“ জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তখন আন্তরিকভাবেই অনেক শুভাকাঙ্ক্ষী, একাডেমিক ও প্রাতিষ্ঠানিক এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নানা গুরুত্বপূর্ণ পরামর্শও আমি ইতিমধ্যে আপনাদের থেকে পেয়েছি। আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই। 

আমরা চাই— জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামি মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।

ইংরেজিতে একটি কথা আছে— ‘ড্রিম বিগ’। হ্যাঁ, আমাদের স্বপ্নটা একটু বড়-ই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই। পূর্ণতা দেয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আমরা শুধু প্ল‍্যানমাফিক প্রতিটা ডট কানেক্ট করে একটা লাইন তৈরি করতে চাই; স্বপ্ন পূরণের পথে যার কোনো একটা ডট হতে পারেন আপনিও। 

আমাদের এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে ‘Project Alpha’ হিসেবে এড্রেস করে একটা কোর টিম গঠন করতে চাই। (চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ।) 

এ প্রজেক্টে অবদান রাখতে যে যে ক্যাটাগরিতে ই-মেইল করা যাবে, সেগুলোর সাবজেক্ট নিম্নরূপ:

১. আপনার এক্সপার্টিজ দিয়ে প্রজেক্ট আলফার কোর টিমের মেম্বার হওয়ার জন্য সাবজেক্টে Core Team লিখুন। 

২. বিশেষ কোন পরামর্শ অথবা অভিজ্ঞতা শেয়ার করতে সাবজেক্ট হিসেবে Idea লিখুন। 

৩. আর্থিক অনুদান অথবা জমি দানের জন্য সাবজেক্ট হিসেবে Contribution লিখুন।

৪. আপনার প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমাদের প্রজেক্ট প্লানিং-এর সহায়ক হতে পারে মনে করলে সাবজেক্ট হিসেবে Support লিখুন।

৫. ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে সাবজেক্ট হিসেবে Volunteer লিখুন। 

১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে আপনার ছবি এবং পোর্টফলিওসহ বিস্তারিত লিখে পাঠাতে পারেন: EmailToAzhari@gmail.com এই ইমেইলে। অথবা কমেন্টের গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন।

ফিল্টারিং শেষে সিলেক্টেড সবার সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে টিম মিটিংয়ে ইনভাইট করা হবে ইনশাআল্লাহ। ”

তার উদ্যোগে অংশগ্রহণ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য ই-মেইল পাঠানোর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ দেয়ার সুযোগ রয়েছে। সবাইকে ১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে বিস্তারিত তথ্যসহ ই-মেইল পাঠানোর অনুরোধ করেছেন।

মাওলানা আজহারী বলেন, "স্বপ্ন সত্যি করতে হলে, তাকে সবার সঙ্গে শেয়ার করতে হয়", এবং এখন সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

 

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন মিজানুর রহমান আজহারী | প্রজেক্ট আলফা