জাতীয়

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর গতকাল একই স্থানে বিএনপি, জামায়াত,সিপিবি,  গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

ভারতীয় মিডিয়ায় অপপ্রচার এবং উসকানির বিরুদ্ধে ধর্ম, দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এ বৈঠক।

বৈঠকের পর চূড়ান্ত জাতীয় ঐক্যের ডাক দিবেন প্রধান উপদেষ্টা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ড. ইউনূস