খেলাধুলা

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর

স্পোর্টস ডেস্ক

ছবি: রংপুর রাইডার্স/ফেসবুক

রংপুরের জন্য এটা সেমিফাইনাল ম্যাচই ছিল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়েছে রংপুর রাইডার্স। বৃষ্টি আইনে ২৩ রানে জয়ী হয়ে ফাইনালে উঠেছে রংপুর।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৯ ওভার খেলে ১ উইকেটে ৮৫ রান তোলে নুরুল হাসান সোহানের দল। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন। সৌম্য সরকার ১৩ বলে ২২ রান নিয়ে ফিরেছেন।

বৃষ্টির কারণে আর ব্যাটে নামা হয়নি রংপুরের। ফলে ডিএলএস নিয়মে লাহোরের সামনে ৯ ওভারে ১১১ রানের লক্ষ্য দাঁড়ায়।

বল হাতে মেহেদী হাসান সবচেয়ে বড় অবদান রাখলেন। তার করা প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়েছে লাহোর, যার একটি রানআউট। পরের ওভার করতে এসে আরও একটি উইকেট নেন মেহেদী। মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানো লাহোর আর ম্যাচে ফিরতে পারেনি।

মেহেদী ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

লাহোরের হয়ে মির্জা বেগ ২০ বলে ৩১ রান, টম অ্যাবেল ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন। শেষমেশ ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে পাকিস্তানের এই দলটি।

চার ম্যাচ খেলে ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট রংপুরের। সমান পয়েন্ট গায়ানা ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের। তবে রান রেটে এগিয়ে থাকায় ফাইনাল খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স।

আগামীকাল, শনিবার (৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৫ টায় ফাইনালে মুখোমুখি হবে রংপুর রাইডার্স। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুর রাইডার্স | গ্লোবাল সুপার লিগ | ফাইনাল