দুর্নীতির দায়ে বুধবার (১২ অক্টোবর) ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা। এতে নোবেল বিজয়ী এই রাজনীতিকের কারাদণ্ডের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২৬ বছর।
বুধবার (১২ অক্টোবর) মামলার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ সংস্থা রয়টার্স।
সূত্র জানায়, একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে সু চিকে দুর্নীতির দুটি মামলায় প্রত্যেকটিতে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়। তবে মামলা দুটির সাজার মেয়াদ একযোগে চলবে।
গত বছর আটক হওয়ার পর থেকে সু চি ইতোমধ্যে একটি রুদ্ধ জান্তা আদালতে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
অভ্যুত্থানের রাত থেকে সামরিক হেফাজতে ছিলেন নোবেল বিজয়ী এই নেত্রী। সর্বশেষ মামলাটিতে তার বিরুদ্ধে ব্যবসায়ী মং উইকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়৷
সূত্রটি আরও জানায়, ৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সুচি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন সুচি।
সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত থাকা এবং সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে।
একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর তথ্যমতে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন অভিযানে ২ হাজার ৩০০ জনেরও বেশি নিহত এবং ১৫ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।
অনন্যা চৈতী