টানা দুই ঘণ্টা পর চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেডে) ইউনিটি অ্যাক্সেসরিজ কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
শনিবার (০৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে অবস্থিত কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে কারখানায় আগুন লাগে। ৫ তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি, নৌবাহিনীর একটি ও বিমান বাহিনীর একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে কার্টন তৈরির পর বেঁচে যাওয়া কাগজ ও বিভিন্ন কাঁচামাল ছিল।
আগুন নেভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আই/এ