ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কে বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হোক। তবে সেটি ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হোক’।
ভারতের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশে এসে চাইলে প্রতিবেদন করতে পারে। অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এতে তাদের লাভ।
মেটার বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে মেটার পর্যবেক্ষক আছে। তারা দেখছে কোথা থেকে অপতথ্য ছড়াচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যেকোনো অপতথ্য সরকার মেটার নজরে আনবে।
শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, আগামী বছর নির্বাচন হবে গতকাল শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য একদমই নিজস্ব। নির্বাচনের বিষয়ে ঘোষণা প্রধান উপদেষ্টাই দেবেন।
আই/এ