সিরিয়ার অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। রোববার (৮ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার আগেই দূতাবাস থেকে কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্যারন্স এ তথ্য জানিয়েছে।
ইরানের আল–অ্যারাবিয়া টেলিভিশনের ভিডিও ফুটেজ উদ্ধৃত করে ব্যারন্স জানায়, "অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে।" ফুটেজে দূতাবাসের ভাঙাচোরা অবস্থা দেখা গেছে।
ভাঙা মেঝেতে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবির পাশাপাশি হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নসরুল্লাহর বাঁধানো ছবিও পড়ে থাকতে দেখা গেছে।
তেহরান টাইমসের প্রতিবেদনে হামলার জন্য সিরিয়ার বিদ্রোহী শক্তিগুলোকে দায়ী করা হয়েছে। তবে এই অভিযোগ তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, হামলার আগে কূটনীতিকরা দূতাবাস ছেড়ে যাওয়ায় তারা নিরাপদ ছিলেন। তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন সম্পর্কে ইরান এখনো কোনও মন্তব্য করেনি।
জেডএস/