সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই রান তাড়া করতে গিয়ে ৪৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে উইন্ডিজরা।
যদিও ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। তারা স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই দুই ওপেনারকে হারায়। অষ্টম ওভারে ব্যক্তিগত ৯ রানে ব্রান্ডন কিংকে বিদায় করেন তানজিম সাকিব। আরেক ওপেনার এভিন লুইসকে ১৬ রানে ফিরিয়েছেন নাহিদ রানা।
শাই হোপ ও কেসি কার্টি মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। যদিও ২১ রান করেই কার্টিকে বিদায় করেন রিশাদ হোসেন। হোপের ব্যাটে আসে ৮৬ রান।
হোপ ফিরলে শারফেন রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস মিলে দারুণ জুটি গড়ে তোলেন। রাদারফোর্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলে ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। অন্যদিকে গ্রেভস ৪১ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা, তানজিম সাকিব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার ১ টি করে উইকেট নিয়েছেন।
এর আগে তানজিদ সাকিব ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ফিফটি পায় বাংলাদেশ। সৌম্য ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন, লিটন দাস ফিরেছেন মাত্র ২ রানে। আফিফ হোসেন ভালো শুরু করলেও ২৮ রান করে বিদায় নেন। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী মিলে দারুণ ব্যাটিং করেন। মাহমুদউল্লাহ ৪৩ বলে ফিফটি করে অপরাজিত ছিলেন। জাকেরের ব্যাটে আসে ৪০ বলে ৪৮ রান।
এম এইচ//