খেলাধুলা

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজ জিতে নিলেও আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে একেবারে নাজেহাল হয়ে পড়লো বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে নিগার সুলতানা জ্যোতিদের হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড।

প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। আজ শেষ ম্যাচেও পরাজয় এড়ানো যায়নি। চলতি বছর টি-টোয়েন্টি সংস্করণে অস্ট্রেলিয়া ও ভারতের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রতিটি ম্যাচ হারলো বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারী আইরিশরা।

সিলেটের মাটিতে ব্যাটিংয়ে ওপেনার সোবহানা মোস্তারী দায়িত্বশীল ইনিংস খেলেছেন ৪৫ (৪৩) রানের। এছাড়া শারমিন আক্তারের ব্যাটে ৩৪ (৩৩) রান আসে। বাকি ব্যাটারদের থেকে আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি।  প্রথম তিন ব্যাটার ছাড়া বাকি সব ব্যাটারের পাশে ছিল এক ডিজিটের রান।

আয়ারল্যান্ডের হয়ে অরলা প্রেনডারগাস্ট একাই ৪ উইকেট শিকার করেছেন।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আইরিশ ওপেনার অ্যামি হান্টার ২৮, গ্যাবি লুইস ২১ রান করেন। অবশ্য শেষদিকে কিছুটা চাপ ছিল আয়ারল্যান্ডের জন্য। ২০তম ওভারে জিততে ১৫ রান প্রয়োজন ছিল তাদের। সেই রান এসেছে লরা ডেলানির ব্যাট থেকে। স্বর্ণা আক্তার উইকেট নিয়ে ওভার শুরু করলেও, তৃতীয় থেকে পঞ্চম বলের মধ্যে ৩ টি বাউন্ডারি হজম করেছেন ডেলানির কাছে। এতেই এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সফরকারী দল।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হোয়াইটওয়াশ | এড়াতে | পারলো | বাংলাদেশ