ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা জয়ের আনন্দে ছেদ পড়েছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে বাংলাদেশ। এর আগে উইন্ডিজদের বিপক্ষে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল বাংলাদেশ দল। এ ছাড়াও টানা ৪ টি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড ছিল টাইগারদের। সেখানেও শঙ্কা তৈরি হয়েছে।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ২ টি, ক্যারিবিয়ানদের মাঠে ২ টি সিরিজ জিতেছে তারা। সেই রেকর্ড ধরে রাখার লড়াইয়ে আজকের ম্যাচ জিততেই হবে মেহেদী হাসান মিরাজদের।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেন্ট কিটসে আজ মুখোমুখি হবে দুই দল।
ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, আমাদের কাছে এখনো সুযোগ আছে, আমরা একটি ম্যাচ কেবল হেরেছি। আমরা যদি পরের ম্যাচ জিততে পারি, তবে সিরিজ জয়ের সুযোগ থাকবে।
প্রথম ম্যাচে বাংলাদেশের ৩ ব্যাটার হাফ সেঞ্চুরি করেন, এতে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের সংগ্রহ পায় তারা। তবে উইন্ডিজ ব্যাটার শার্ফেন রাদারফোর্ডের ৮০ বলে ১১৩ রানের ইনিংস, শাই হোপের ৮৬ রানের ইনিংসে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এম এইচ//