আতালান্তার মাটিতে জিততে মরিয়া হয়ে আছে রিয়াল মাদ্রিদ। এমন মন্তব্য করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মরিয়া হলেও চ্যাম্পিয়নস লিগে খুব একটা ভালো জায়গায় আছে দলটি, এমন বলা যায় না। যদিও এই টুর্নামেন্টে বরাবরই রিয়ালের মর্যাদা বেশি।
মোট ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বর্তমান অবস্থান ২৪ নম্বরে। এরমধ্যে গত ৪ ম্যাচের ৩ টি’তেই পরাজিত হয়েছে তারা। দ্বিতীয় রাউন্ডে যেতে সেরা আটের বাইরের দলগুলোকে দুই লেগের প্লে অফ খেলতে হবে। এই প্লে অফ নিশ্চিত করতে ২৪ দলের মধ্যে থাকতে হবে। রিয়ালের জন্য এই পথ খুব একটা সহজ নয়।
আজ, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় আতালান্তার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের আগে অবশ্য নিজেদের সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘এই তিন পয়েন্ট পরের ধাপে যেতে বেশ গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক যে আমাদের বাড়তি রাউন্ড খেলতে হচ্ছে। কিন্তু দলের ওপর আমার আত্মবিশ্বাস রয়েছে। সবকিছু উন্নতি হচ্ছে। এখনো ভালো ছন্দে আছে দল। এভাবে উন্নতি করতে থাকলে পরের রাউন্ডে যাব।‘
চলতি বছর আগস্টে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে ২-০ গোলে জেতে রিয়াল। অবশ্য আতালান্তার বর্তমান ফর্ম বেশ দুর্দান্ত। ইতালিয়ান সিরি’আ’তে টেবিলের শীর্ষে আছে এই দল। তারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ টি ম্যাচে জয় লাভ করেছে।
এম এইচ//