খেলাধুলা

টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এই ম্যাচ জেতার বিকল্প নেই টাইগারদের। বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। তাসকিন আহমেদের বদলে ফিরেছেন শরিফুল ইসলাম। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচটি সহজভাবেই জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এতে উইন্ডিজদের বিপক্ষে টানা ১১ ম্যাচে জয়ের রেকর্ডে ছেদ পড়েছে। এ ছাড়াও টানা ৪ টি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড ছিল টাইগারদের। সেখানেও শঙ্কা তৈরি হয়েছে।

২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ২ টি, ক্যারিবিয়ানদের মাঠে ২ টি সিরিজ জিতেছে তারা। সেই রেকর্ড ধরে রাখার লড়াইয়ে আজকের ম্যাচ জিততেই হবে মেহেদী হাসান মিরাজদের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন টসে | হেরে | ব্যাট | করবে | বাংলাদেশ